AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২



চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে অনলাইন জুয়াসাইট 1xBet-এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) এবং তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপি (২৫) কে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC), চুয়াডাঙ্গা।

এসময় তাদের নিকট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের দামী স্মার্টফোন ও সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনে বিভিন্ন জুয়া অ্যাপ—1xBet, Reddy, MelBet, MobCash, Teligram, Binance, bKash, SellFin, Nagad, Rocket—লগইন অবস্থায় পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন, আরিফ ও সঙ্গীয় ফোর্স ৩:৩০ টার সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও ডুগডুগি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, শুভংকর কুমার দাস অনলাইন জুয়াসাইট 1xBet-এর মাস্টার এজেন্ট হিসেবে স্থানীয় যুবকদের টার্গেট করে তাদের ফোনে জুয়া অ্যাপ ইন্সটল করানো এবং রেজিস্ট্রেশন করিয়ে অনলাইন জুয়ায় প্রলুব্ধ করাতো। অনলাইন জুয়ার কারণে যুবসমাজ আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে, ঋণভার বেড়ে যাচ্ছে এবং কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা বলেন, 1xBet, MelBet সহ বেশিরভাগ অনলাইন বেটিং সাইট রাশিয়া থেকে নিয়ন্ত্রিত। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয় এবং দেশের টাকা বিদেশে চলে যায়। সরকার অনলাইন জুয়া প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করেছেন, যা মোটা অংকের জরিমানা ও সাজা বিধানসহ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সকলকে অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!