সরকার আলুর দাম বাড়ানোর জন্য টিসিবির মাধ্যমে বিক্রি এবং রপ্তানি বৃদ্ধি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বর্তমানে সারাদেশে আলুর দাম কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক সফরে জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নামার পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা জানান, “দাম বৃদ্ধির লক্ষ্যে আলু টিসিবি সরবরাহ বাড়ানো হবে এবং বিদেশে রপ্তানিও সম্প্রসারিত হবে। এ বছর আলুর উৎপাদন ও ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে।”
হেলিকপ্টার অবতরণের পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোর্তুজাপুর গ্রামে তিনি জুমার নামাজ আদায় করেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে