ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে চার ঘণ্টা মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন স্থানীয়রা। তবে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গার বাসিন্দারা ঢাকা–খুলনা এবং ঢাকা–বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ শুরু করেন। এতে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অন্তত পাঁচটি জায়গায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন। একইসঙ্গে মানুষের ভোগান্তি কমাতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনওর আশ্বাসের পর দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানান, এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, অবরোধ চলাকালে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। তবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
