রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে গায়েব করেছে দুর্বৃত্তরা।
ঘটনার বিষয়ে তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক জানান, সোমবার দিবাগত রাতে তানোর উপজেলা সদর, থানা মোড় ও গোল্লাপাড়া বাজার এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
আতিক আরও জানান, এসব পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সেগুলো ছিঁড়ে ফেলেছে।
তিনি বলেন, ‘‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা কখনোই কাম্য নয়। মনোনয়ন যিনি পাবেন, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। কিন্তু পোস্টার-ফেস্টুন ছিঁড়ে জনসমর্থন পাওয়া যায় না।’’
ঘটনার পর অ্যাডভোকেট তারেক ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে। তানোর থানা মোড়ে পরিদর্শনে যান তারেকের ভাই বিএমডিএ বোর্ড সদস্য সাইফুজ্জামান হিরক। পরে তিনি মুন্ডুমালা পৌর বিএনপির সিনিয়র নেতা আলহাজ মোজাম্মেল হকের ভাইয়ের জানাজায় অংশ নেন।
তিনি কর্মীদের ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

