AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৩৮ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব, মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী ও সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান। এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ আলী লাভলু, এবং স্থানীয় বাসিন্দা সাগর।

মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা জানান, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত হচ্ছে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম। এখনই যদি রুখে দাঁড়ানো না যায়, তবে দেশের আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও যুবক। এরা আগামী দিনের জাতীর কর্ণধার।

বক্তারা আরও বলেন, মাদক একটি ভয়াল আগ্রাসী নেশা যা ধীরে ধীরে প্রজন্মকে খেয়ে ফেলছে। যেসব পরিবারের কেউ মাদকাসক্ত হয়ে পড়ে, কেবল সেই পরিবারের সদস্যরাই বুঝতে পারে মাদকাসক্তির যন্ত্রণার মাত্রা। তাই চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, এলাকাবাসী সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!