বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে নব্বইরাশি বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌরপার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টির প্রধান সড়কে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ.এম. শামিম আহসান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আযাদ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে কাজ করছে। তারা আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে