ময়মনসিংহের তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও দাতা সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তারাকান্দা মৌজাস্থ খতিয়ান নং-১৯৮৬/১৯৮৭, সাবেক দাগ নং-১৬৩/১৬৪, হাল দাগ নং-১১১১ ও ১১১২-এর মোট ৩৪ শতাংশ জমি একটি বিশেষ মহল নামজারি করে দখলের চেষ্টা চালাচ্ছে। গত ২২ জুলাই ভূমি দখলকারীরা ভাড়াটিয়াদের উচ্ছেদের হুমকিও দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র রাকিব তালুকদার, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি বেদখলের চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে