AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নবনিযুক্ত সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক

“বিদ্যালয়ে নিজের সুনাম তৈরি করতে হবে, তাহলেই শিক্ষার্থীরা উৎসাহিত হবে”


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৮:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

“বিদ্যালয়ে নিজের সুনাম তৈরি করতে হবে, তাহলেই শিক্ষার্থীরা উৎসাহিত হবে”

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, “রাষ্ট্র আপনাদের নিয়োগ দিয়েছে, সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে এবং সামাজিক মর্যাদা দিয়েছে—যা বেসরকারি শিক্ষকেরা পান না। আপনারা মেধা ও যোগ্যতার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন। বিদ্যালয়ে নিজের সুনাম তৈরি করতে হবে, তাহলেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে উৎসাহিত হবে।”

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস।

জেলা প্রশাসক আরও বলেন, “যোগ্যতা না থাকায় যারা সরকারি চাকরি পাননি, তারাই বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অথচ যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সরকারি বিদ্যালয়ে অভিভাবকদের আস্থা তৈরি হয় না। অনেক সময় তারা সন্তানকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করে দেন। এ ব্যর্থতা সরকারি শিক্ষকদেরই। বিদ্যালয় ও এলাকায় নিজের সুনাম তৈরি করুন, দেখবেন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে। জেলা প্রশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে যা যা করার দরকার সব করবে। সোনালী সমৃদ্ধ বাংলাদেশ আপনাদের হাত ধরেই গড়ে উঠবে।”

সভায় ২০২৫ সালে নবনিযুক্ত ৩২৫ জন সহকারী শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!