নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টায় সংগঠনটির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরে আলম রনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসকে দেবনাথ, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা, বোরহান মেহেদী, যুগ্ম সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক তারেক পাঠান, আক্তারুজ্জামান, বায়জিদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

