AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে প্রশাসনের অভিযানকালে চেয়ারম্যান মিরণের বাড়িতে অবস্থান নিল মাদক কারবারিরা



রাজীবপুরে প্রশাসনের অভিযানকালে চেয়ারম্যান মিরণের বাড়িতে অবস্থান নিল মাদক কারবারিরা

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মাদককারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়ামারী গ্রামে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী’র নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সাদেকুল হাসান খান, রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, থানা পুলিশের সদস্যরা এবং বালিয়ামারী বিজিবি হাবিলদার কামাল হোসেনসহ বিজিবি সদস্যরা।

অভিযানকালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত মজনু ও রঞ্জু’র বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মাদক বিক্রির খাতা, নগদ লেনদেনের তথ্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে স্থানীয়দের এবং রঞ্জুর স্ত্রীর ভাষ্যমতে, মাদককারবারিরা বর্তমানে সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণের বাড়িতে অবস্থান করছে। উদ্ধারকৃত সামগ্রী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মজনুর স্ত্রী শ্যামলী সাংবাদিকদের বলেন, তার স্বামী বহুদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এমনকি তিনি নিজেও স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে বর্তমানে তার দাবি, স্বামী আর এ ব্যবসার সঙ্গে যুক্ত নন।

অভিযান শেষে ইউএনও ফজলে এলাহী হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজীবপুরে মাদককারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদককারবারিদের রাতের ঘুম হারাম করে দেবো। যে কোনো মূল্যে রাজীবপুরকে মাদকমুক্ত করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!