গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে গেছে।
পল্লী বিদ্যুৎ শ্রীপুর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ বুধবার (৩ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সূত্রের খবর, মঙ্গলবার (২ আগস্ট) রাত পৌণে ১১টায় শ্রীপুর-মাওনা-কালিয়াকৈর সড়কের শীমলাপাড়া এলাকায় হাসিখালি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ১০–১২ জনের মতো ছিল। তারা রাস্তার উপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে পল্লী বিদ্যুতের দুই কর্মী—ইনচার্জ নিরঞ্জন মন্ডল (৫০) এবং লাইনম্যান গ্রেড-১ তৌহিদুল ইসলাম (৩৮) কে মারধর করে শালবনের গভীর জঙ্গলে নিয়ে গজারি গাছের সাথে বেঁধে রাখে।
ডাকাতেরা অফিসের কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল, একটি এনড্রয়েড মোবাইল ফোন এবং দুই কর্মীর ব্যক্তিগত মোবাইল লুটে নিয়ে যায়। সকাল ৫টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুপুর ১২টায় জানান, তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না, তবে খোঁজ নেবেন।
মাওনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী শান্তনু রায় বলেন, অফিস ইতোমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকেও থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক সাংবাদিকদের জানান, ওই সড়কে পুলিশ মোবাইল টিম ডিউটিতে ছিল। তার কাছে এখনও নিশ্চিতভাবে কোনো ডাকাতির তথ্য আসেনি। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে