নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দুয়ার ড. রফিকুল ইসলাম হিলালী।
গতকাল শনিবার (৩০ আগস্ট) জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনে ২০২৫ মেয়াদের জন্য গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ঘোষিত ফলে ড. রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক পদে ২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
ড. হিলালী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাদে আঠারোবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ড. রফিকুল ইসলাম হিলালী (প্রতীক: মাছ) ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আব্দুল্লাহ আল মামুন খান রনি (প্রতীক: গরুর গাড়ি) পেয়েছেন ৭২১ ভোট এবং এস. এম. মনিরুজ্জামান দুদু (প্রতীক: ফুটবল) পেয়েছেন ১৮ ভোট।
অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও এডভোকেট মাহফুজুল হক। এর মধ্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (প্রতীক: ছাতা) ১,২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মাহফুজুল হক (প্রতীক: চেয়ার) পেয়েছেন ২১১ ভোট।
ফলাফল ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা ও নিবেদিত রাজনীতির কারণে ড. হিলালীর এই বিজয় নেত্রকোনায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে