রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে শিবদীঘি জুলাই চত্বরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শিবদীঘি জুলাই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে পুনরায় জুলাই চত্বরে এসে সমাপ্ত হয়।
এ সময় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে