চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি দোকানি বাবুল হোসেন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় ঘেরাও করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “একজন নিরিহ মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা দ্রুত এই হত্যাকান্ডের বিচার চাই।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলি, শিবগঞ্জ পৌর মসজিদের ইমাম শামীম রেজা, বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামসহ অন্যান্য স্থানীয়রা।
জানাগেছে, ২১ আগস্ট পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুলের সঙ্গে বাবুল হোসেনের ১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ১৫–২০ জন সন্ত্রাসী ডেকে এনে বাবুল হোসেনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ২৬ আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

