রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অতিরিক্ত গতি ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন। সরজমিন দেখা যায়, মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
অভিযানে ওভার স্পিড, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানোর অভিযোগে মোট ৮টি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে গাড়ি চালানোর প্রবণতা তৈরি করা লক্ষ্য। লাইসেন্সবিহীন বা কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, “আজকের অভিযানে মোট ৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ওভার স্পিড, লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি রয়েছে।”
অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “মহাসড়কে মানুষের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। নিয়ম ভঙ্গকারী বা লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”
স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান চালু থাকলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে