রাজবাড়ীর গোয়ালন্দে মানবিক উদ্যোগ হিসেবে দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে মৃতদেহ বহনের খাটিয়া ও গোসলের টেবিল উপহার দিয়েছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রানা।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মান্নান মিয়া, ইমাম মুফতি হোসাইন, গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজসহ স্থানীয় মুসল্লিগণ।
উপহার প্রদানকালে আমিনুল ইসলাম রানা বলেন, “জানতে পারলাম দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে মৃতদেহ বহন ও গোসল করানোর জন্য খাটিয়া ও টেবিল নেই। তখন মনে হলো, আমিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুর পর হয়তো আমার জন্যও এগুলো ব্যবহার হবে এবং মানুষের উপকারে আসবে। তাই সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাকে আরও ছোট ছোট দান করার তাওফিক দেন।”
মসজিদের ইমাম মুফতি হোসাইন বলেন, “আমাদের মসজিদে আগে খাটিয়া ও গোসলের টেবিল ছিল না। ফলে মৃতদেহ এলে অন্য মসজিদ থেকে এনে ব্যবহার করতে হতো। এখন আর সেই সমস্যায় পড়তে হবে না। এতে আমাদের অনেক উপকার হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দাতা ব্যক্তিকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন এবং তার দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল করুন।”
স্থানীয় মুসল্লিগণ এ উদ্যোগকে মানবিক ও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করে দাতা আমিনুল ইসলাম রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

