চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাবু স্বপন শীল এবং সমাজকর্মী ও শিক্ষানুরাগী সৈয়দ আকতারুল আলম ছোটন।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সাইফু, মো. আলীসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
অভিভাবক সমাবেশ শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

