গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে নালায় পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে থাকা একটি কুকুর তাকে তাড়া করে। এ সময় আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালাতে গিয়ে সে রাস্তার পাশের নালায় পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

