নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) বিকালে খিদিরপুর ইউনিয়নের বীর আহমাদপুর গ্রাম থেকে মনোহরদী থানার রামপুর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের মৃত মুক্তিযোদ্ধা তারা রশিদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউসার রশিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে চলতি বছরের একটি মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তার প্রভাবও রয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহতাবুর রহমান জানান, “চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে চলমান মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
