“বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের অঙ্গীকার”—এই শ্লোগানকে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে আত্মপ্রকাশ করল বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব। তরুণ সাংবাদিকদের উদ্যোগে গঠিত এই ক্লাব সাংবাদিকদের পেশাদারিত্ব, সমন্বয় ও তথ্য বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. এহসানুল হক মিলন, মো. হাবিবুর রহমান ও শওকত আলম। সদস্য সচিব হয়েছেন আলম আলী।
নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান নবগঠিত প্রেসক্লাবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তরুণ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সিনিয়র সাংবাদিকরা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে এই ক্লাবের মূল লক্ষ্য। সুধীজনের মতে, নতুন প্রেসক্লাব স্থানীয় সংবাদ কাভারেজের মানোন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে