গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেরকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংবাদিকরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এতে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ ও সমীর রায়।
আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু জানান, ১০ আগস্ট কালেরকণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৬ আগস্ট দুপুরে তাঁরা হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, হামলায় সরকারি কর্মচারী মো. বাহাউদ্দিন দাড়িয়া এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা জড়িত।
এইচ এম মেহেদী হাসনাত বলেন, দেশে সাংবাদিক নিয্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দায়ীদের দ্রুত গ্রেফতার না হলে আগামী ২৯ আগস্ট থেকে তিনদিন ধরে ১ ঘণ্টা করে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করা হবে।
ঘটনার পর বিএনপি, জামায়াত ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতারা আহত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন। গোপালগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলোও দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

