শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতভর পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লুঙ্গি, শার্ট পিস, জুস, সুপারি, কসমেটিকস, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য। এছাড়া ভারতীয় মাদক ফেন্সিডিলের ১০০ বোতল, ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৩৯ হাজার ৮শত টাকা।
তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে মালামালগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে