নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি এবং দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার হলরুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং নব-নির্বাচিত কমিটির সদস্যরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ. মতীন। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য ও সংগঠনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন এম.এ. মতীন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল।
সভায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং ছাত্রদলের আহ্বায়ক সহিদুজ্জামান ছালেক।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, যাদের মধ্যে আফাজ উদ্দিন, রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, রফিকুল ইসলাম সরদার, গোলাম সরোয়ার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, মহিলা নেত্রী নার্গিস জাহানসহ নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ।
সভাটি শুরু হয় কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে, যা দলের সকল নেতাকর্মীদের মাঝে আধ্যাত্মিক অনুপ্রেরণা যোগায়। এরপর নব-নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পরিচিতি করানো হয়। এই পরিচিতি সভার মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং দলীয় কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরিচিতি সভার পর দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রত্যেক নেতাকর্মীর মাঝে একটি করে তোয়ালা এবং মধ্যাহ্ন ভোজের প্যাকেট বিতরণ করা হয়, যা দলীয় ঐক্য ও সৌহার্দ্যের প্রকাশ ছিল। এই সভার মাধ্যমে মান্দা উপজেলা বিএনপি একটি শক্তিশালী দলীয় কমিটি গঠন করে আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে