ঝালকাঠির নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রমজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলা ঘটেছিল গত রবিবার, যখন পরীক্ষা শেষে রমজান বেতরা মিনি পার্কে ঘুরতে গিয়ে কাওছার, সিফাত ও মাইনুলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রমজান স্থানীয় কৃষক আলাউদ্দিনের ছেলে।
শিক্ষার্থীদের মানববন্ধন ঠেকাতে কলেজের শিক্ষক মো. আক্তার হোসেন নিষেধ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি মন্তব্য করতে রাজি হননি।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

