AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) এর যোগদান



পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) এর যোগদান

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মাহমুদ হুসাইন রাজু। তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। এর আগে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘ পাঁচ মাস শূন্য থাকার পর শনিবার (২৩ আগস্ট) এ পদে তিনি যোগদান করেন।

জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলা সদরে।

নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “আমি প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছি। জনগণের সেবাই হবে আমার প্রথম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত কাজে যাতে কেউ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার চেষ্টা করবো। ভূমি সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। জনগণ যেকোনো সময় সরাসরি আমার সঙ্গে দেখা করে সমস্যার কথা বলতে পারবেন। কারও অভিযোগ বা আবেদন ফেলে রাখা হবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!