“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মাতৃদুগ্ধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, মায়ের দুধ শিশুর প্রথম টিকা ও সর্বোত্তম পুষ্টির উৎস। এটি শুধু শিশুর স্বাস্থ্য সুরক্ষা করে না, বরং সুস্থ, সক্ষম ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় শিশুদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে প্রতিটি মাকে সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়ানোর প্রতি আরও উৎসাহী ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে