কুমিল্লার তিতাস থানায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বিষয়ক সমস্যা ও সচেতন নাগরিকদের মতামত জানতে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় থানার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এবং সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। স্বাগত বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার এসআই মাহমুদুল ইসলাম।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলু মিয়া, শিক্ষক প্রতিনিধি নুরুল আমিন, থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জি. শামীম সরকার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডা. আব্দুল হান্নান, সেক্রেটারি ইউসুফ জামিল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ সরকার, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সেক্রেটারি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন থানার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন মাহমুদ এবং গীতা পাঠ করেন থানার এসআই প্রিয়ভ্রত দেবনাথ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

