পঞ্চগড়ে সেটেলমেন্ট অফিসে অভিযান পরিচালনা করে চার দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা।সোমবার (২৫ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কায়েতপাড়া এলাকায় সেটেলমেন্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
দুদক জানায়, দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চার দালালকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকেই ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ধরে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ ও কথোপকথনের তথ্য গোপনে রেকর্ড করা হয়। পরিচয় প্রকাশের পর, দুদকের টিম তাৎক্ষণিকভাবে বিকেলে কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার দালালকে আটক করে।
দুদক জানিয়েছে, সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেন পঞ্চগড় সদর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করলে আটককৃতদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে দুদক জানিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমির শরীফ মারজী, সহকারী পরিচালক ইমরান হোসেন, দুদক ও পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন:কায়েতপাড়া এলাকার কোরবান আলী, আব্দুল কাদের, সাতমেড়া এলাকার হাসিনুর রহমান, সাতমেরা চেকরমারী এলাকার সলেমান আলী ।
একুশে সংবাদ/প.প্র/এ.জে