AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন



মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আখতার জাহান সাথী।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় এবং মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় ডিলার মো. আলমগীর হোসেন এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, প্রতি সপ্তাহে ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন। একইদিন ১নং ভারশোঁসহ অন্যান্য ইউনিয়নেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, প্রসাদপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদনকে বৈধ বিবেচনা করা হয়। এর মধ্যে ৯৮ জন আবেদনকারীকে যোগ্য বলে মনোনীত করা হয়। পরে প্রকাশ্যে লটারি আয়োজনের মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়।

চারটি কেন্দ্রে শুধু একজন করে যোগ্য আবেদনকারী থাকায় সেখানেও ডিলার চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্র হলো: গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ, ভারশোঁ ইউনিয়ন পরিষদ ।

তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার কেন্দ্রে কোনো যোগ্য আবেদন না থাকায় সেখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!