AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য পবিপ্রবিতে জমজমাট ওরিয়েন্টেশন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৭:১৫ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

কৃষি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য পবিপ্রবিতে জমজমাট ওরিয়েন্টেশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কৃষি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সভা ২৫ আগস্ট সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

শুরুতেই নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। বিশ্ববিদ্যালয় পরিচিতি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক।

ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মোঃ আবদুল লতিফ।

অন্যান্য বক্তারা ছিলেন: কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার , অভিভাবক এবং সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল কবির, রাজীব ভট্টাচার্য, জাফরীন ফেরদৌসী, জাহিদুল ইসলাম রাতুল, সোহেলরানা জনি, জান্নাতীন নাইম জীবন, সোলায়মান বান্না। নবাগত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফ আমান দিগন্ত, তৌফিক ইসলাম, আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার, রোমান মোল্লা প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ মোঃ আবদুল লতিফ বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভালো, এবং রেগিং জিরোতে নিয়ে আসা হয়েছে।” প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন ও বিতরণের স্থান। শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগী হোক।”

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আজকের নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সাথে পরিচিত হওয়া, রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা—এসব স্মৃতি মনে গেঁথে থাকে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। মনে রাখতে হবে, প্রতিযোগিতা এখন বিশ্বজনীন। এজন্য তোমাদের নিজেকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীরা মেধা ও দক্ষতা বৃদ্ধিতে পাঠদানে মনোযোগী হোক।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!