মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৭০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা ছাড়া হয়। এর মধ্যে উপজেলা পরিষদের পুকুরে ১২০ কেজি, আটিগাঁও খালে ১৫০ কেজি ও বৌলতলি ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দীন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে