“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এর সমাপনী, মূল্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন কর্মকার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, শৈলেন ঘরামী প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে