গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরিফ, প্রেসক্লাব সভাপতি ছিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় ডা. রায়হান ইসলাম শোভন বলেন, “শিশু জন্মের ৭২ ঘণ্টার মধ্যে মায়ের দুধ না পেলেও কোনো সমস্যা নেই। তবে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। কৌটার দুধ খাওয়ানো শিশুর জন্য ক্ষতিকর, এতে তারা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। সচেতনতার অভাবে আমরা কৌটার দুধ খাওয়াচ্ছি, যা কোনোভাবেই উচিত নয়। বিজ্ঞাপনের প্রলোভনে বিভ্রান্ত হওয়া যাবে না।”
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে