বাংলাদেশের আকাশে রবিবার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২৫ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল শুরু হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে