বগুড়ার আদমদীঘিতে রওশন আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীর গোয়াল ঘরের দেয়াল কেটে ১টি গরু চুরি করার ঘটনা ঘটেছে। গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার সময় উপজেলা সদরের শিয়ালশন গ্রামের মৃত ছামসুদ্দিনের ছেলে রওশন আলীর গোয়াল ঘরের দেয়াল কেটে চোরেরা প্রবেশ করে। গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরির চেষ্টা করা হলেও আশপাশের লোকজনের উপস্থিতিতে তারা একটি গরু ছেড়ে দিয়ে অন্যটি নিয়ে পালায়।
গরুর মালিক রওশন আলী জানান, তিনি প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের ঘটনাচক্রে ঘুম ভেঙে তিনি গোয়াল ঘর গিয়ে দেখেন পশ্চিম পাশে থাকা দেয়াল কাটা এবং একটি গরু নেই। অনেক খোঁজাখুজির পরও চুরি যাওয়া গরুটি পাওয়া যায়নি।
এ ঘটনায় রোববার দুপুরে তিনি আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে