AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর পদ্ধতি মানবে না বাংলার জনগণ — বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু



পিআর পদ্ধতি মানবে না বাংলার জনগণ — বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একটি শ্রেণী দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করছে। কিন্তু সন্তান একবারই জন্মগ্রহণ করে। যে মুক্তিযুদ্ধ আমাদের মানচিত্র দিয়েছে, পতাকা এনে দিয়েছে, সেটাই স্বাধীনতা—এর কোনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না।”

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “একটা নতুন আবিষ্কার হয়েছে—পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি মানে ভোট হবে সন্দ্বীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে! বাংলাদেশের মানুষ তাদের প্রার্থীকে সামনে দেখতে চায়। যার ভোট সে একজনকে ভোট দেবে, যাকে ভোট দেবে তাকে চিনতে হবে। পিআর মানুষ খায় না, পড়ে না, বিশ্বাসও করে না।”

শহরের বেলটিয়া এলাকায় স্থানীয় একটি মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

এবারের সম্মেলনে ৭টি উপজেলা ও ৮টি পৌর শাখা বিএনপির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ ৯ বছর পর আয়োজিত জেলা বিএনপির এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

নির্বাচিতরা হলেন: সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম; সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন; সহসভাপতি শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী; সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল; যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাজিফুর রহমান আরমান; সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়া; সাংগঠনিক সম্পাদক সজিব খান ও আরিফ হোসেন বাহাজ।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!