কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন। জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত ধীরে ধীরে এই পরিকল্পনাগুলো লন্ডন থেকে একটি উন্নত বিশ্বের রূপে আনা হচ্ছে। আমরা তার অপেক্ষায় রয়েছি। কিছু মামলা এখনও জটিল অবস্থায় আছে, তবে তা বড় সমস্যা সৃষ্টি করবে না। আগামী নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব, ইনশাআল্লাহ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসার আগে বিভিন্ন পরিকল্পনা তৈরি করছেন। এর মধ্যে রয়েছে দুর্নীতি বন্ধ করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণ করা। তিনি ১৮০ দিনের পরিকল্পনা হাতে নিয়েছেন এবং ৩৬৫ দিনের পূর্ণাঙ্গ পরিকল্পনাও গ্রহণ করছেন।
সভায় কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহবায়ক এম. দিদার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে