খাগড়াছড়িতে "সেবার ব্রতে চাকরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে (জুন ২০২৫ খ্রিস্টাব্দ) বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। নিয়োগ বোর্ডের সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নাদিরা নূর।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার; তাসলিম হুসাইনসহ সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) এবং ফেনী জেলার সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যরা।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে