রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের উদ্যোগে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত শহীদ হবিবুর রহমান হল গেইট প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে হলের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান আহমাদুল্লাহ ফারহান, আরমান হোসেন, সুমন মিয়া ও মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর পোষ্য কোটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটি পুনর্বহাল করা হলে তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার শামিল হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাতিল হওয়া কোটা পুনর্বহাল করা হলে শহীদ হবিবুর রহমান হল থেকেই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”, “ভিক্ষা চাইলে ভিক্ষা দে, কোটার চিন্তা বাদ দে”, “পোষ্য কোটা কবরে, তোরা কেন বাহিরে”, “জেগেছে রে জেগেছে, হবিবুর হল জেগেছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে