‘হও যদি রক্তদাতা, জয় হবে মানবতা’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদল উদ্যোমী তরুণ প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘ব্লাডম্যান শ্রীমঙ্গল’। ২০১৫ সালে ২১ জন সদস্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রতিষ্ঠার পর ১০ বছরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অসংখ্য রোগীকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেছে সংগঠনের সদস্যরা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ মানুষকে অক্সিজেন ও নেব্যুলাইজার সাপোর্ট দেওয়া হয়েছে। ২০১৯ সালে পুরো উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ও ডিম নষ্টকারী ওষুধ স্প্রে করেছে সংগঠনটি। এছাড়া, দরিদ্র রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে গত দুই বছর আগে সদস্যদের অনুদানে একটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন বাচ্চু ও সদস্য সচিব মো. মুহসিন আবেদীন।
মো. আমজাদ হোসেন বাচ্চু বলেন, “বাংলাদেশে প্রতি বছর রক্তের অভাবে প্রায় ৫৫ হাজার মানুষ মারা যান। সচেতনতা সৃষ্টি করলে এই প্রাণহানি রোধ করা সম্ভব। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত শ্রীমঙ্গলের ১০ হাজারের অধিক তরুণ-যুবককে সদস্য করা হয়েছে এবং তারা নিয়মিত বিভিন্ন রোগীকে রক্তদান করছেন। সদস্যদের রক্তদানের যাতায়াত খরচ সংগঠনের অনুদান থেকে দেওয়া হয়। কোনো রোগীর আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ নেওয়া হয় না।”
মতবিনিময় সভায় ‘ব্লাডম্যান শ্রীমঙ্গল’-এর ২০২৬ থেকে ২০২৭ সালের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সবার সম্মতিতে নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহিবুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. মামুনুর রশীদ শামিম। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে