পটুয়াখালীর বাউফলে নিখোঁজের দুইদিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মী আক্তার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের নজরুল ইসলাম বয়াতীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় উর্মী। এরপর আর ফিরে আসেনি। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
শনিবার ভোরে উর্মীর মামা সবুজ মিয়া নারায়নপাশা নদীর পাশের স্লুইসগেট এলাকায় মাছ ধরার জন্য জাল তুলতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ দুপুরের দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।মরদেহটি উর্মীর বলে স্বজনরা শনাক্ত করেছেন।
নিহতের বাবা বলেন, “২দিন ধরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোনো খোঁজ পাইনি। আজ মেয়ের মরদেহ পেলাম।”
নিহতের মা বলেন, “আমার ৩মেয়ে, ২জনকে বিয়ে দিয়েছি। উর্মী ছোট মেয়ে, ওইদিন রাতে আমার সাথেই ঘুমাচ্ছিল। রাত ১টার দিকে ঘুম ভাঙার পর ওকে আর দেখতে পাইনি।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মেয়েটি নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন থানায় অভিযোগ করেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে