AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মদিবসে জাতীয় পতাকা উঠেনি



মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মদিবসে জাতীয় পতাকা উঠেনি

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলিত হয়নি। শনিবার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি এই সেবামূলক প্রতিষ্ঠানে ভেতরে সকল দৈনন্দিন কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা বিভিন্ন দরকারি কাজ করছেন এবং নানা বিষয়ে আলোচনা করছেন।

কিন্তু দুপুর ১টা বেজে গেলেও দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। পরে হাসপাতালের আরএমও, ডাঃ আহাদ নাজমুল হাসান সাংবাদিকদের নির্দেশ দিয়ে পতাকা উত্তোলন করান।

নিয়ম অনুযায়ী, দেশের সব সরকারি ভবনে কর্মদিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং এটি উত্তোলন না করলে দেশের সাংবিধানিক আইন লঙ্ঘন হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এটিকে সাধারণ বিষয় মনে করলেও, স্থানীয়দের মাধ্যমে মোরেলগঞ্জের গণমাধ্যমকর্মীরা খবর শুনে হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে হাসপাতালের এক কর্মচারী নির্ধারিত স্থানে পতাকা উত্তোলন করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, “সপ্তাহের কর্মদিবসে সরকারি প্রতিষ্ঠানে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পতাকা উত্তোলন না হওয়া দুঃখজনক।”

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!