বোয়ালখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রশিবির।
শনিবার (২৩ আগস্ট) সকালে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবিরের বোয়ালখালী পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা পশ্চিমের স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রাসেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সারতাজ আরেফিন ফাহিম এবং উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদুল আলম।
অনুষ্ঠানে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১০০ জন ও ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে