`ঋদ্ধ মননে জ্বালি বোধের চেরাগ` এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি ও ভাবুক ফরহাদ মজহারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে `জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ` আয়োজিত উলিপুর অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় উক্ত পরিষদের সভাপতি নেসার উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ভাবুক ফরহাদ মজহাৰ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, চিলমারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল বারী সরকার, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, এবং জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মুহিদ।
প্রধান আলোচক ফরহাদ মজহার তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনে অসংখ্য মানুষের মৃত্যুর মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের নতুন জন্ম রোধ করতে সংবিধানের গঠনতন্ত্রের উপর গুরুত্ব দিয়ে নতুন গঠনতন্ত্র গঠন করা এবং রাষ্ট্র মেরামত করা প্রয়োজন। এছাড়া মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।”
সভা শেষে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে