চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মাচায় চাষ করার ফলে সবজির লতা ও ফল মাটিতে লেগে থাকে না, ফলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কমে এবং ফসল পরিষ্কার ও সহজে সংগ্রহযোগ্য হয়।
মাচা পদ্ধতিতে সাধারণত লাউ, চিচিঙ্গা, করলা, ঝিঙা, কুমড়া, শসা, বরবটি, শিম ইত্যাদি লতানো সবজি চাষ করা হয়। এতে ফলন বৃদ্ধি পায়, জায়গা সাশ্রয় হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।
ডুগডুগি, ভগিরাতপুর, জয়রামপুর, কলাবাড়িয়া ও বেষ্টপুর গ্রামে ব্যাপকভাবে মাচায় সবজি চাষ করা হচ্ছে। স্থানীয় চাষি মোশাররফ হোসেন বলেন, “মাচায় চাষ করলে ফসলের রোগবালাই কম হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।”
চুয়াডাঙ্গা জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সবজি আবাদ লক্ষ্যমাত্রা ৯১৭০ হেক্টর, যার মধ্যে ৮০০৯ হেক্টর ইতিমধ্যে অর্জিত হয়েছে। মাচায় মোট ২৩৬৮ হেক্টর সবজি চাষ হয়েছে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “পানির মধ্যে মাচায় সবজি চাষ একটি উদ্ভাবনী ও টেকসই পদ্ধতি। এটি চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে।”
কৃষিবিদ কামাল উদ্দিন মোল্লা জানান, অল্প পরিশ্রমে মাচায় চাষ লাভজনক হওয়ায় চুয়াডাঙ্গার চাষিরা দিন দিন এই পদ্ধতিতে আরও উৎসাহী হয়ে উঠছেন।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে