চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত আজাইপুর, আরামবাগ, শংকরবাটী, রামকৃষ্টপুর ও শান্তিমোড় এলাকার সাধারণ মানুষ ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহাসিক ডোমন সিং-এর পুকুর ও পাটাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার সকালে শান্তিমোড় মাইক্রোস্ট্যান্ডের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মুনির। সঞ্চালনায় ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সেরাজুল ইসলাম প্রমুখ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই পুকুর ও পাটাল দখলের চেষ্টা চলছে। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে