কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা ঢাকায় কর্মসূত্রে থাকায় শিশুটি দীর্ঘদিন ধরে দাদীর কাছে বসবাস করছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলার সময় দাদী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় রিশাদ সবার অগোচরে বাড়ির পাশের একটি মাছচাষের নীচু জমির পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত সোনাহাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. আহাত আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে