ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীর কবলে পড়েছেন সাকিবুল (২০) নামে এক যুবক। এ সময় তার কাছ থেকে প্রায় ১৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়িউড়া ও শাহবাজপুর এলাকার মাঝামাঝি ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাকিবুল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় মাধবপুরে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিশ্বরোড থেকে একটি অটোরিকশায় ওঠেন সাকিবুল। ওই অটোরিকশায় আরও তিনজন অজ্ঞাত যাত্রী ছিলেন। কিছুদূর যেতেই যাত্রীবেশে থাকা দুই দুষ্কৃতিকারী ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই রাতেই তিনি বাদী হয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

