বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি জেলা বিএনপির অফিস থেকে শুরু হয়ে জেলা জজকোর্টের সামনে গিয়ে শেষ হয়। পরে র্যালি শেষে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ বর্তমানে এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র বিপন্ন, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, “আজকে দেশ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র আজ বিপন্ন, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রহমান হিরা বলেন, “দেশের ক্লান্তিলগ্নে এই দল মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামীতে মানুষের সেবায় স্বেচ্ছাসেবক দল সবার আগে এগিয়ে আসবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”
র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, হাসিবুর রহমান ও সাজ্জাদ হোসেন শেখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ-২ আসনের নমিনেশন প্রার্থী ডা. কে এম বাবর এবং জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনোসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে