নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ন (২৮) ও আরেক আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধু সাকিবের মোটরসাইকেলে করে অপু নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভাড়ায় চালানো মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস খুলনা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন। মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেল অন্য মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অপু বিশ্বাস মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে